জাতীয় সংসদের পঞ্চদশ অধিবেশন শুরু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার ১৪ই নভেম্বর ২০২১ ০৪:৪৮ অপরাহ্ন
জাতীয় সংসদের পঞ্চদশ অধিবেশন শুরু

একাদশ জাতীয় সংসদের পঞ্চদশ অধিবেশন শুরু হয়েছে। আজ বিকাল ৪টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অধিবেশন শুরু হয়।


এরআগে একাদশ জাতীয় সংসদের পঞ্চদশ অধিবেশনের জন্য ৫ সদস্যের সভাপতিমন্ডলীর মনোনয়ন দেয়া হয়েছে। আজ স্পিকার ড.শিরীন শারমিন চৌধুরী এ মনোনয়ন দেন। 


সভাপতিমন্ডলীর সদস্যরা হচ্ছেন: শামসুল হক টুকু, এবি তাজুল ইসলাম, নজরুল ইসলাম বাবু, কাজী ফিরোজ রশীদ ও বাসন্তী চাকমা। স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে উপস্থিত সভাপতিমন্ডলীর সদস্যদের মধ্যে তালিকার অগ্রবর্তীতা অনুযায়ী বৈঠকে সভাপতিত্ব করবেন।