পত্রিকায় প্রকাশের নির্দেশ পরিবেশ দূষণকারী ব্যক্তি-প্রতিষ্ঠানের নাম

নিজস্ব প্রতিবেদক
ইনিউজ ডেস্ক
প্রকাশিত: সোমবার ১৩ই জুন ২০২২ ০৮:০৪ অপরাহ্ন
পত্রিকায় প্রকাশের নির্দেশ পরিবেশ দূষণকারী ব্যক্তি-প্রতিষ্ঠানের নাম

বায়ু ও পরিবেশ দূষণকারী ব্যক্তি ও প্রতিষ্ঠানের পরিবেশ অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশের জন্য নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সেই সঙ্গে পত্রিকায় বিজ্ঞপ্তি আকারে প্রকাশর জন্যও নির্দেশনা দেয়া হয়েছে।


সোমবার (১৩ জুন) হাইকোর্টের বিচারপতি আশফাকুল ইসলাম ও বিচারপতি মহি উদ্দিন শামীমের সমন্বয়ে গঠিত বেঞ্চ জনস্বার্থে দায়ের করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে এই আদেশ প্রদান করেন।


এ সময় বলা হয়, পরিবেশ ও তথ্য মন্ত্রণালয়ের সচিব, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট সাতজনকে আগামী চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে হবে।


এদিন আদালতে রিটের পক্ষে শুনানি করেন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) চেয়ারম্যান জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ। তিনি গণমাধ্যমকে জানান, হাইকোর্ট থেকে পরিবেশ দূষণকারী ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম পরিবেশ অধিদপ্তরের ওয়েবসাইটে ও প্রেস বিজ্ঞপ্তিতে প্রকাশের জন্য নির্দেশনা দেয়া হয়েছে। সেই সঙ্গে এক সপ্তাহের মধ্যে প্রকাশ করে পরের দুই সপ্তাহের মধ্যে এই বিষয়ে অগ্রগতি প্রতিবেদন দেয়ার জন্যও বলা হয়েছে।


এর আগে গণমাধ্যমে প্রকাশ হয়, পরিবেশ দূষণকারী প্রতিষ্ঠানগুলোর নাম পরিবেশ অধিদপ্তর প্রকাশ করবে না। এমন সংবাদ প্রকাশের পর হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে হাইকোর্টে রিটটি দায়ের করা হয়। এতে বাদীরা হচ্ছেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. ছারওয়ার আহাদ চৌধুরী ও অ্যাডভোকেট রিপন বাড়ৈ।