১০ ঘণ্টায় রেলের টিকিট বিক্রি ৯২ হাজার ৪৮৯

নিজস্ব প্রতিবেদক
ইনিউজ ডেস্ক
প্রকাশিত: রবিবার ৩রা জুলাই ২০২২ ০৮:১৫ অপরাহ্ন
১০ ঘণ্টায় রেলের টিকিট বিক্রি ৯২ হাজার ৪৮৯

ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির তৃতীয় দিনে সারাদেশে সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ৯২ হাজার ৪৮৯টি টিকিট বিক্রি হয়েছে।


রোববার (৩ জুলাই) সন্ধ্যায় গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছে বাংলাদেশ রেলওয়ের টিকিট বিক্রয়কারী প্রতিষ্ঠান সহজ-সিনেসিস-ভিনসেন জেভি।


প্রতিষ্ঠানটি জানায়, তৃতীয় দিনে অনলাইনে ৪২ হাজার ৭২৭টি এবং কাউন্টারে ৪৯ হাজার ৭৬২টি টিকিট বিক্রি হয়েছে।


তবে শুধু ঢাকা থেকে ৩২ হাজার ১৫৩টি টিকিট বিক্রি হয়েছে। এরমধ্যে অনলাইনে ১৫ হাজার ১৯০টি টিকিট এবং ছয়টি স্টেশনের কাউন্টার থেকে ১৬ হাজার ৯৬৩টি এবং বিক্রি হয়েছে।


উল্লেখ্য, ১ জুলাই দেওয়া হয় ৫ জুলাইয়ের ট্রেনের টিকিট, ২ জুলাই দেওয়া হচ্ছে ৬ জুলাইয়ের টিকিট, ৩ জুলাই দেওয়া হয় ৭ জুলাইয়ের টিকিট, ৪ জুলাই দেওয়া হবে ৮ জুলাইয়ের ট্রেনের টিকিট এবং ৫ জুলাই দেওয়া হবে ৯ জুলাইয়ের ট্রেনের টিকিট।


এ ছাড়া ফিরতি টিকিট বিক্রি শুরু হবে ৭ জুলাই থেকে। ওইদিন ১১ জুলাইয়ের টিকিট বিক্রি হবে। ৮ জুলাই ১২ জুলাইয়ের টিকিট, ৯ জুলাই ১৩ জুলাইয়ের টিকিট, ১১ জুলাই ১৪ এবং ১৫ জুলাইয়ের টিকিট বিক্রি হবে। তবে ১১ জুলাই সীমিত কয়েকটি আন্তঃনগর ট্রেন চলাচল করবে। ১২ জুলাই থেকে সব ট্রেন চলাচল করবে।