নানা আয়োজনের মধ্য দিয়ে পলাশে নানা আয়োজনের মধ্য দিয়ে নরসিংদীর পলাশে মহান স্বাধীনতা দিবস পালন করেছে প্রশাসন। জাতীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য শোভাযাত্রা, শ্রদ্ধাঞ্জলি নিবেদন ও মুক্তিযোদ্ধাদের পুরস্কার বিতরণসহ বিভিন্ন আয়োজন করেছে করা হয়। মঙ্গলবার সকাল ৮ টায় জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলার পরিষদের চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা ইয়াসমিন ও পলাশ থানার ওসি মকবুল হোসেন মোল্লা। পরে সকাল সাড়ে ৯ টায় এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।
শোভাযাত্রাটি উপজেলার বিভিন্ন প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে পলাশ থানা মডেল স্কুলের স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করে প্রশাসন। শ্রদ্ধা নিবেদন শেষে শহীদদের রুহের মাগফিরাত কামনা করে এক মিনিট নিরবতা পালন এবং দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা ইয়াসমিনের সভাপতিত্বে সংসদ সদস্য ডা. আনোয়ারুল আশরাফ খান দিলিপ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধা পরিবারকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণ করে।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঘোড়াশাল পৌর মেয়র শরিফুল ইসলাম শরিফ, জিনারদী ইউপি চেয়ারম্যান প্রফেসর কামরুল ইসলাম গাজী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কবির মৃধা, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আল-মুজাহিদ হোসেন তুষার প্রমূখ।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।