সরাইলে একটু বৃষ্টি হলেই ভোগান্তি" জনমনে প্রশ্ন এ সমস্যার শেষ কোথায়। সকাল ৮টা থেকেই আকাশ মেঘাচ্ছন্ন হতে থাকে ধীরে ধীরে। এরপর শুরু হয় সরাইলে বৃষ্টি। প্রচণ্ড বৃষ্টিতে কয়েক মিনিটের মধ্যেই সরাইলের বিভিন্ন সড়কে জমে পানি। সঙ্গে ছিলো বজ্রপাত। হঠাৎ এ বৃষ্টিতে যেন আচমকাই থমকে যায় উপজেলাবাসীর স্বাভাবিক জীবনযাত্রা। ফলে ভোগান্তিতে পড়েছেন কর্মস্থলমুখী মানুষ ও স্কুল কলেজের শিক্ষার্থীরা।
সোমবার ( ৮এপ্রিল) কর্মব্যস্ত দিনটা বৃষ্টির সঙ্গে এভাবেই শুরু হয় সরাইলবাসীর। অফিস যাওয়ার পথে অনেকেই মাঝরাস্তায় বৃষ্টির তোপে পড়ে আশ্রয় নিতে হয় বিভিন্ন দোকানে ও বিভিন্ন বাসার বারান্দায়। তবু বৃষ্টি উপেক্ষা করেই সকালেই কর্মমুখী মানুষের দৌড়ঝাঁপ লক্ষ্য করা গেছে বিভিন্ন এলাকায়। অনেককেই আবার বৃষ্টিতে কাকভেজা হয়ে অফিসে পৌঁছান।এদিকে ঝড়ো বাতাসের সঙ্গে বৃষ্টির কারণে রাস্তায় যানবাহনের সংখ্যা কম দেখা যায়। এতে অফিসগামী মানুষকে ভোগান্তিতে পড়তে হয়।
রাস্তার বিভিন্ন মোড়ে মোড়ে সি এনজির জন্য অপেক্ষা করতে হয় লোকজনকে। আবার প্রস্তুতি না থাকায় ছাতা ছাড়া বৃষ্টিতে ভিজতে দেখা যায় পথচারীদের। কয়েক দিনের বৃষ্টিপাতে সরাইলের সদরের প্রধান সড়কের পাশে পানি জমে পথচারীরা ভোগান্তিতে পড়ে। উচালিয়া পাড়া, সরাইল বিদ্যুৎ অফিসের সামনে, সরকারী হাসপাতালের প্রধান গিটের সামনে পানি আর ময়লায় রোগীদের আসা যাওয়া করতে ভোগান্তির শেষ নেই, তার মাঝে সরাইল অন্নদার মোড়ে একটু বৃষ্টিপাত হলেই জলাবদ্ধতা দেখা দেয়। পথচারীরা ও শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, এ সমস্যার শেষ কোথায়?
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।