ফেনীর সোনাগাজীর নিহত মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি মা শিরীন আখতারের নামে ৫ লাখ ১২ হাজার ৪০০ টাকার ঋণ মওকুফ করেছে এনজিও সংস্থা ব্যুরো বাংলাদেশ।
জানা গেছে, মাদরাসা ছাত্রী রাফির নৃশংস মৃত্যুর ঘটনায় দেশ-বিদেশে ব্যাপক আলোচিত হয়। এনজিও সংস্থা ব্যুরো বাংলাদেশ থেকে তার পরিবারের নেয়া চার লাখ ও আগের এক লাখ ১২ হাজার ৪০০ টাকা সুদসহ মোট পাঁচ লাখ ১২ হাজার ৪০০ টাকা পাওনা হন। এ ঘটনায় সংস্থার পরিচালনা পর্ষদ জরুরি সভা আহবান করেন। সংস্থার প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত সভায় ওই ঋণ মওকুফের সিদ্ধান্ত হয়।
শুক্রবার সোনাগাজীর বক্তারমুন্সী শাখার ব্যবস্থাপক লুৎফুর রহমান ও সোনাগাজী শাখার সিনিয়র প্রোগ্রাম অর্গানাইজার কাজী মো. ইয়াদ আলী বাড়িতে গিয়ে বিষয়টি রাফির পরিবারকে জানিয়ে দেন।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।