মাদারীপুরের কালকিনিতে মোঃ জহিরুল ইসলাম ওরফে জোক্কা(৪০) নামের এক শীর্ষ মাদক ব্যবসায়ী র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। এসময় ঘটনাস্থল থেকে অস্ত্র, গুলি ও ইয়াবা উদ্ধার করা হয়। আজ মঙ্গলবার রাত ৪টার দিকে উপজেলার রমজানপুর এলাকার উত্তর চরআইরকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জোক্কা উপজেলার কয়ারিয়া এলাকার বড়চর কয়ারিয়া গ্রামের সোবহান খানের ছেলে। তার বিরুদ্ধে কালকিনি, বরিশালের গৌরনদীসহ বিভিন্ন থানায় একাধীক অস্ত্র ও মাদক মামলা রয়েছে।
র্যাব-৮ জানান, গভীর রাতে উপজেলার উত্তর চরআইরকান্দি এলাকায় একাধীক মামলার আসামী ও শীর্ষ মাদক ব্যবসায়ী জহিরুল ইসলাম জোক্কাকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করে র্যাব-৮ এর বরিশাল ক্যাম্পের সদস্যরা। পরে তাকে নিয়ে অন্য মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার করতে রমজানপুর ইউনিয়নের উত্তর চরাআইরকান্দি গ্রামে গেলে জোক্কার সহযোগীরা র্যাবকে দেখে গুলি ছুড়তে থাকে। র্যাবও পাল্টা গুলি ছুড়লে মাদক ব্যবসায়ীরা ছত্রভঙ্গ হয়ে যায়। পরে উত্তর চরাআইরকান্দির একটি খোলা মাঠে জোক্কার গুলিবিদ্ধ লাশ পড়ে থাকতে দেখা যায়। এসময় ঘটনাস্থল থেকে একটি পিস্তল, একটি শুটারগান, ৭ রাউন্ড গুলি ও ৫৭০পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে লাশটি উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
কালকিনি থানার এসআই সনজিব জোয়াদ্দার বলেন, ঘটনাস্থল থেকে একটি পিস্তল, একটি শুটারগান, ৭ রাউন্ড গুলি ও ৫৭০পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ব্যাপারে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোফাজ্জেল হোসেন জানান, র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে জোক্কা নামের এক ব্যক্তি নিহত হয়। পরে খোঁজ নিয়ে জেনেছি, সে কালকিনির চিহ্নিত মাদক ব্যাবসায়ী। তার বিরুদ্ধে কালকিনি থানায় ৯টি মামলা রয়েছে। এর আগেও তিনি বহুবার মাদক মামলায় জেল খেটেছেন। মৃতদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।