চট্টগ্রামে পণ্যের বদলে জাহাজভরা মদ!

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: বৃহঃস্পতিবার ২৫শে জুলাই ২০১৯ ১০:৫৬ পূর্বাহ্ন
চট্টগ্রামে পণ্যের বদলে জাহাজভরা মদ!

বাংলাদেশ-চায়না পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেডের ৬৬৯টি প্যাকেজ বা কার্টুন যন্ত্রপাতি নিয়ে চীন থেকে চট্টগ্রাম বন্দরে এমভি ভিশন নামের একটি জাহাজ আসে। চট্টগ্রাম বন্দরে একটি জাহাজ থেকে বিপুল পরিমাণ মদ ও বিয়ার জব্দ করেছে কাস্টমস কর্মকর্তারা। গতকাল বুধবার (২৪ জুলাই) দুপুরে চট্টগ্রাম কাস্টমসের সম্মেলন কক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কাস্টমস কমিশনার মোহাম্মদ ফখরুল আলম এ তথ্য জানান। 

ফখরুল আলম বলেন, ঘোষণা অনুযায়ী বাংলাদেশ-চায়না পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেডের ৬৬৯টি প্যাকেজ বা কার্টুন যন্ত্রপাতি নিয়ে চীন থেকে চট্টগ্রাম বন্দরে এমভি ভিশন নামের একটি জাহাজ আসে। কিন্তু, যন্ত্রপাতির সঙ্গে আমদানি নিষিদ্ধ বিদেশি মদ আছে খবর পেয়ে ১৯টি কার্টুনে কায়িক পরীক্ষা করে ১৮টিতেই বিদেশি মদ, বিয়ার, জুস পাওয়া যায়। এজন্য জাহাজ থেকে পণ্য খালাস স্থগিত করা হয়েছে। কাস্টমসের এই কর্মকর্তা আরও জানান, সবগুলো কার্টুন খুলে কায়িক পরীক্ষা করে মিথ্যা ঘোষণা দিয়ে ঠিক কী কী পণ্য, কী পরিমান আনা হয়েছে তা বের করা হবে। তারপরই আইনী পদক্ষেপ নেওয়া হবে।

ইনিউজ ৭১/এম.আর