জমতে শুরু করেছে আশুলিয়ার কোরবানির পশুর হাট

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: বুধবার ৩১শে জুলাই ২০১৯ ০৬:৫২ অপরাহ্ন
জমতে শুরু করেছে আশুলিয়ার কোরবানির পশুর হাট

আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ইতিমধ্যে কোরবানীর পশু আসতে শুরু করায় উৎসবমুখর হয়ে উঠেছে  আশুলিয়ার পশুর হাঁটগুলো। আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন এর ঐতিহ্যবাহি নরসিংহপুর বটতলা পশুর হাঁটে বিক্রির উদ্দেশ্যে গরু, ছাগল  নিয়ে এসেছে ব্যবসায়ীরা। এই হাঁটে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বেপারীরা নিয়ে এসেছেন দেশীয় জাতের পশু। ক্রেতা-বিক্রেতার সরগরম হয়ে উঠেতে শুরু করেছে হাঁট এলাকা।

হাঁটে আসা মানিকগঞ্জের দৌলতপুরের   পশু ব্যবসায়ী মোঃ ফজলু মিয়া, মোতালেব দেওয়ান,আবুল কালাম জানান, নরসিংহপুর বটতলা হাঁটে নিরাপত্তা ও থাকা খাওয়ার ব্যবস্থা ভালো, সেই সাথে এখানে বেচা-বিক্রি ভালো হয়, দামও পাওয়া যায় ভালো, তাই প্রতিবার ঈদে এই হাঁটে আসি। তবে এখনো হাঁটে বেচা বিক্রি শুরু হয়নি।তবে দুই-তিনদিন পরে বেচা-বিক্রি শুরু হবে। ভারতীয় গরু না আসলে এবার দেশীয় গরুর বাজার ভালো যাবে বলে ব্যাপারীরা আশাবাদি।

পশুর হাঁট ইজারা কতৃপক্ষ জানান, আমাদের এখানে যাতায়াত ব্যবস্থা ভালো, সর্বোচ্চ নিরাপত্তা প্রদান এবং হয়রানী মুক্ত পরিবেশে পশু কেনাবেচার ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও এখানে সেবার জন্য সার্বক্ষণিক পশু চিকিৎসক নিয়োজিত আছেন। এজন্য পশু হাঁটটি দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে। এখানে বিভিন্ন জাতের কোরবানীর পশু পাওয়া যায়।   

ইনিউজ ৭১/টি.টি. রাকিব