বারো আউলিয়া ডেইরী মিল্ক কুকীর্তি যত!! ১০০ লিটার দুধের সাথে পানি, স্কিম মিল্ক পাউডার এবং বিভিন্ন রাসায়নিক দ্রব্য মিশিয়ে ২৮০০ লিটার পাস্তুরিত দুধ তৈরি করে। কখনো কোন দুধ ছাড়াই শুধু স্কিম মিল্ক পাউডার, সোডিয়াম, লবণ, চিনি ও অন্যান্য রাসায়নিক দ্রব্য মিশিয়ে প্রতিদিন তৈরি করছে ১৫-২০ হাজার লিটার পাস্তুরিত দুধ।
এ অপরাধে নারায়ণগঞ্জের আড়াই হাজারে বারো আউলিয়া ডেইরি মিল্ক এন্ড ফুড লিমিটেডের পরিচালক সহ ৮ জনকে ২ বছর ,১ জনকে ১ বছর, ৩ জনকে ৬ মাস করে কারাদন্ড এবং ৫৮ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ফ্যাক্টরী সিলগালা করা হয়েছে।
অভিযানে সহযোগিতা করেন র্যাব-১১, প্রাণিসম্পদ অধিদপ্তর ও বিএসটিআই। প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও এমডির বিরোদ্ধে নিয়মিত মামলা দায়েরর নির্দেশ। অভিযান চলে অদ্য ১১ টা থেকে রাত ৯ টা। এভাবে তারা ৮ থেকে ১০ বছর যাবত ভেজাল দুধ তৈরি করছিলেন।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।