ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা ৭৩ হাজার, মৃত্যু ৫৭ জনের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: মঙ্গলবার ৩রা সেপ্টেম্বর ২০১৯ ০৮:১৯ অপরাহ্ন
ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা ৭৩ হাজার, মৃত্যু ৫৭ জনের

চলতি বছরের শুরু থেকে মঙ্গলবার পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হয়েছেন ৭৩ হাজার জন। আর চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন ৬৮ হাজার ৮১১ জন। এ পর্যন্ত ৯৫ শতাংশ ডেঙ্গু রোগী চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।

সারাদেশে বর্তমানে ৩ হাজার ৭৪৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকায় ২ হাজার ১১১ জন এবং ঢাকার বাইরে ১ হাজার ৬৩৫ জন। স্বাস্থ্য অধিদপ্তরের ইমার্জেন্সি অপারেশনস সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রাপ্ত প্রতিবেদনের ভিত্তিতে এ তথ্য দিয়েছে বাসস।

সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৮৩ জন। এর মধ্যে ঢাকায় ৩৪৪ জন এবং ঢাকার বাইরে ৪৩৯ জন। নতুন করে আক্রান্ত রোগীর সংখ্যা ১০ শতাংশ কমেছে। এ যাবৎ ডেঙ্গু আক্রান্ত হয়ে ৫৭ জনের মৃত্যু হয়েছে বলে স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়েছে। যদিও বেসরকারি হিসাবে এ সংখ্যা দুইশ’র কাছাকাছি।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব