বিসিবির পরিচালক লোকমান হোসেন তার ক্যাসিনো ব্যবসার ৪১ কোটি টাকা অস্ট্রেলিয়ার দুই ব্যাংকে রেখেছেন। বিসিবির গ্রেফতার হওয়া পরিচালক লোকমান হোসেন তার ক্যাসিনো ব্যবসার ৪১ কোটি টাকা অস্ট্রেলিয়ার দুই ব্যাংকে রেখেছেন বলে জানিয়েছে র্যাব। অস্ট্রেলিয়ার এএনজেড এবং কমনওয়েলথ ব্যাংকে টাকা রাখতেন লোকমান হোসেন।
র্যাব-২ এর সিইও লে.কর্নেল আশিক বিল্লাহ জানান, 'মমিনুল হক সাইদ মুলত মোহামেডান ক্লাব ক্যাসিনো চালাতেন। আর লোকমান সেটি ভাড়া দিয়ে রেখেছিলেন। পদের অপব্যবহার করে ক্যাসিনো চালাতেন। লোকমান হোসেন প্রতিদিন ৭০ হাজার এবং মাসিক ২১ লক্ষ টাকা ভাড়া দিতেন। ক্যাসিনো ব্যবসা থেকেই ৪১ কোটি টাকার মালিক হয়েছেন লোকমান।'
র্যাবের পক্ষ থেকে আরও জানানো হয়, লোকমান হোসেনের বাসা থেকে ৪ লিটার মদ উদ্ধার করা হয়েছে। মূলত ক্যাসিনো ব্যবসার সঙ্গে জড়িত থাকার জন্যই তাকে গ্রেপ্তার করা হয়। এখন তার বিরুদ্ধে রাজধানীর তেজগাঁও থানায় মাদক আইনে মামলা করা হবে।
বাংলাদেশ ক্রিকেটে বোর্ড-বিসিবি’র পরিচালক ও মোহামেডান ক্লাবের ডিরেক্টর ইনচার্জ লোকমান হোসেনের মনিপুরীর পাড়ার বাসায় বুধবার রাত ১১টার দিকে অভিযান চালায় র্যাব। এ সময়, তার বাসা থেকে অনুমোদনহীন বিদেশি মদ জব্দ করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে র্যাব।
ইনিউ৭১/জিয়া
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।