বরিশালের আগৈলঝাড়ায় স্কুল ছাত্রী যৌণ নিপিড়নের অভিযোগে গৌরনদীর দুই বখাটেকে কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমান আদালতের বরাত দিয়ে এসআই নাসির উদ্দিন জানান, উপজেলার বাশাইল মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রীকে স্কুলে যাওয়া আসার পথে গৌরনদী উপজেলার নন্দনপট্টি গ্রামের রফিক ফকিরের ছেলে রাজীব ফকির (২৫) ও একই গ্রামের হাবুল হাওলাদারের ছেলে হাফিজুল হাওলাদার (২৪) বিভিন্ন অশালীন মন্তব্য, অশ্লীল অংগভঙ্গি করে যৌন নিপিড়ন করে আসছিলো।
ওই ছাত্রীর বাবা থানায় অভিযোগ করলে সোমবার সকালে এসআই নাসির উদ্দিন স্কুলের পথে ফোর্স নিয়ে ওৎ পেতে থেকে বখাটে ওই দুই যুবককে আটক করে। আটককৃতদের দুপুরে ভ্রাম্যমান আদালতে হাজির করলে আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার বিপুল চন্দ্র দাস বখাটে রাজীব ও হাফিজুলকে এক মাস করে কারাদন্ডের আদেশ প্রদান করেন। পুলিশ দন্ডপ্রাপ্তদের বরিশাল কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করেছে।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।