হিজলার হরিনাথপুরে জেলেদের চাল বিতরণ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: শনিবার ১২ই অক্টোবর ২০১৯ ০১:১১ অপরাহ্ন
হিজলার হরিনাথপুরে জেলেদের চাল বিতরণ

বরিশালের হিজলা উপজেলার হরিনাথপুর ইউনিয়নের জেলে কার্ডের জেলেদের মাঝে বিশেষ বরাদ্দের চাল বিতরণ করা হয়েছে। মা ইলিশ রক্ষা অভিযানের ২২ দিন জেলেরা মাছ ধরা থেকে বিরত থাকবে। তাই এ বছরের জেলেদের বিশেষ বরাদ্দের চাল হরিনাথপুর ইউনিয়নের জেলেদের মাঝে বিতরণ মধ্যে দিয়ে কার্যক্রম শুরু হয়েছে। ১২ অক্টোবর শনিবার সকাল ১০ টায়, হরিনাথপুর ইউনিয়ন পরিষদে জেলে কার্ডের জেলেদের মাঝে চাল বিতরণের সময় উপস্থিত ছিলেন, সহকারী উপজেলা মৎস্য অফিসার অনীল চন্দ্র শীল, ট্যাক অফিসার আবুবকর সিদ্দিক, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আঃ লতিফ খান সহ ইউপি সদস্যবৃন্দ।

চেয়ারম্যান আঃ লতিফ খান জানান, তার হরিনাথপুর ইউনিয়নে ১৮২১ জন জেলে কার্ডের জেলেদের মাঝে ২০ কেজি করে চাল দেয়া হচ্ছে। মা ইলিশ রক্ষা অভিযানের ২২ দিন, জেলেরা মাছ ধরা থেকে বিরত থাকবে। তাই জেলেদের কথা চিন্তা করে বিশেষ বরাদ্দ দেয়ার জন্য তিনি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। পাশাপাশি নিষেধাজ্ঞা অমান্য করে যারা মাছ শিকার করবে, তাদেরকেও অবশ্যই আইনের আওতায় দেয়া হবে। ইলিশ আমাদের জাতীয় সম্পদ, তাই এটা রক্ষার দায়িত্ব আমাদের সকলের।

ইনিউজ ৭১/এম.আর