নারায়ণগঞ্জের বন্দর উপজেলা কৃষি অফিসের উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জয়নাল আবেদীনের সঙ্গে একটি অপ্রীতিকর ভিডিও ফাঁস হওয়ার পর তা ভাইরাল হয়ে যায়। এবার সেটা নিয়ে কথা বলেছেন সেই নারী কর্মকর্তা। তিনি বলেন, ‘চাকরি হারানোর ভয়ে জয়নাল স্যারের সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িয়েছি। তিনি আমার ইচ্ছার বিরুদ্ধে অনৈতিক কাজ করেছেন। চাকরি হারানোর ভয়ে চুপ ছিলাম।’ গত ৮ অক্টোবর ঘটনাটি অফিসের সিসি ক্যামেরায় ধরা পড়ে। ঘটনাটি জানাজানি হওয়ার পর থেকে জয়নাল আবেদীন ছুটিতে আছেন।
বন্দর উপজেলা কৃষি কর্মকর্তা তাহমিনা বেগম বলেন, ‘আমি সিসিটিভির ফুটেজ দেখেছি। তার অনৈতিক কর্মকাণ্ডের বিষয়ে জেলা কৃষি কর্মকর্তাকে অবহিত করেছি। তিনি ব্যবস্থা নেবেন। ’ অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে নারায়ণগঞ্জ জেলা কৃষি কর্মকর্তা কাজী হাবিবুর রহমান বলেন, ‘জয়নালকে অন্যত্র বদলি করা হয়েছে।’ বন্দর উপজেলা চেয়ারম্যান আব্দুর রশিদ বলেন, ‘এ ধরনের অপরাধ মেনে নেওয়া যায় না।
বিষয়টি তাৎক্ষণিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শুক্লা সরকারকে অবহিত করেছি।’ উপজেলার একাধিক কর্মকর্তা জানান, ‘জামালপুরের ডিসি যদি তার কৃতকর্মের জন্য শাস্তি পেতে পারেন, তবে বন্দর উপজেলা কৃষি কর্মকর্তা কেন পাবেন না। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।’
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।