রূপনগরে বিস্ফোরণ: ১২ শিশুসহ আহত ১৫ জন ঢামেকে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার ৩০শে অক্টোবর ২০১৯ ০৫:৪৩ অপরাহ্ন
রূপনগরে বিস্ফোরণ: ১২ শিশুসহ আহত ১৫ জন ঢামেকে

রাজধানীর রূপনগর আবাসিক এলাকায় বেলুন ফোলানোর একটি সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় আহতাবস্থায় ১৫ জনকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে ১২ জনই শিশু। আহতদের মধ্যে দুই/তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলা হচ্ছে। বুধবার (৩০ অক্টোবর) বিকেল ৩টার দিকে ওই আবাসিক এলাকার ১১ নম্বর রোডে এ দুর্ঘটনা ঘটে। এতে শেষ খবর পর্যন্ত তিনজন শিশু এবং একজন নারীর মৃত্যু হয়েছে। 

বিস্ফোরণের ঘটনায় আহত ১৪ জন হলেন- জুয়েল (২৫), সোহেল (২৬), জান্নাত (২৫), বোন তানিয়া (৮), ভাই বায়েজিদ (৫), জামেলা (৭), অজ্ঞাত পরিচয় শিশু (৫- তার অবস্থা আশঙ্কাজনক), মীম (৮), ওজুফা (৯), মোস্তাকিম (৮), মোরসালিনা (৯), নিহাদ (৮), অর্নব ওরফে রাকিব (১০), জনি (১০)। এই ১৪ জনকে ঢামেক জেনারেল বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। এছাড়া সিয়াম নামে ১১ বছর বয়সী একটি শিশু হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন।

এ বিষয়ে ঢামেক পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আব্দুল খান বলেন,  বিস্ফোরণের ঘটনায় ১১ জন এখানে এসেছেন। অজ্ঞাত পরিচয় শিশুর অবস্থা আশঙ্কাজনক। সোহেলের অবস্থা ‍গুরুতর। দুই ভাই বোনের শরীরের বিভিন্ন জায়গায় জখম আছে। অন্যদেরও শরীরে জখম রয়েছে। প্রত্যক্ষদর্শী আনিসুর রহমান জানান, রূপনগরের ১১ নম্বর সড়কে বেলুন বিক্রি করার একটি ভ্যানে সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। সিলিন্ডার থেকে বেলুনে গ্যাস ভরা হতো। বিস্ফোরণে ঘটনাস্থলেই ভ্যানের পাশে থাকা কয়েকজন শিশুর মরদেহ ছিন্ন-ভিন্ন হয়ে যায়।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব