দ্বিতীয় বিয়ের জেরে প্রকাশ্যে স্ত্রীকে পিটিয়ে জখম করলেন স্বামী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: সোমবার ৪ঠা নভেম্বর ২০১৯ ০৪:৩৪ অপরাহ্ন
দ্বিতীয় বিয়ের জেরে প্রকাশ্যে স্ত্রীকে পিটিয়ে জখম করলেন স্বামী

ভোলার বোরহানউদ্দিনে দ্বিতীয় বিয়ের জেরে প্রকাশ্যে প্রথম স্ত্রী রিভা চৌধুরীকে পিটিয়ে জখম করেছে স্বামী ফরিদ পাটোয়ারী। সোমবার সকাল ৭ টার দিকে স্থানীয় কুঞ্জের হাট বাজারে ওই ঘটনা ঘটে। ওই ঘটনায় ফরিদ পাটেয়ারীর দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছেন রিভা সহ রিভার বাবা-মা ও ভাইবোন। বোরহানউদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন তিন ছেলের জননী রিভা চৌধুরী জানান, পারিবারিক ভাবে তার সাথে হাসাননগর ইউনিয়নের দুই নাম্বার ওয়ার্ডের ফরিদ পাটোয়ারীর সাথে প্রায় বিশ বছর আগে তার বিয়ে হয়। তখন তার বাবার বাড়ি ছিল লক্ষীপুর জেলার রামগতি উপজেলার আলেকজান্ডার এলাকায়। তার ফুফা হাসাননগন ইউনিয়নের প্রয়াত চেয়ারম্যান আলমগীর চৌধুরী উপস্থিত থেকে তাদের বিয়ে পড়ান। বিয়ের পর ফরিদ পাটোয়ারীকে ব্যবসা করার জন্য ৫০ লাখ টাকা তার পরিবারের পক্ষ থেকে দেয়া হয় বলে রিভা দাবি করেন।

রিভা জানান, গত ৭-৮ মাস আগে তার স্বামী ফরিদ পাটোয়ারী আরেকটি বিয়ে করেছেন বলে জানতে পারেন। ওই সময় থকে সে স্থানীয় কুঞ্জের হাট বাজারে বাসা ভাড়া করে দ্বিতীয় স্ত্রী নাসিমাকে নিয়ে থাকা শুরু  করেন। এর আগ থেকেই সে পরিবারের খোঁজ খবর নেয়া বন্ধ করে দেয়। স্বামীকে বিয়ের কথা জিজ্ঞেস করলে সে প্রায়ই অকথ্য ভাষায় গালিগালাজ সহ মারধর করত। বিষয়টি স্থানীয় উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদকে জানানো হয়। সোমবার সকালে কুঞ্জের হাটে ভাড়া বাসার সামনে গেলে ফরিদ তার উপর চড়াও হয়। রাস্তায় ফেলে পিটিয়ে তার মুখ, হাত, পা জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বোরহানউদ্দিন হাসপাতালে নিয়ে আসে। 

কুঞ্জেরহাট থেকে বোরহানউদ্দিনে আসা বাসযাত্রী আরজু বেগম জানান সে সহ বাসে থাকা অনেক যাত্রী রিভাকে পিটাতে দেখেছেন। হাসপাতালে রিভার অষ্টম শ্রেণি পড়–য়া দ্বিতীয় ছেলে ফারাবী জানান, দীর্ঘদিন ধরে তার বাবা পরিবারের  খোঁজ নিতনা। মাকে মারধর করত। রিভার ভাই রিশাদ চৌধুরী মুঠোফোনে জানান, এ ঘটনার আগে তার বোনকে হত্যার হুমকি সহ হত্যা চেষ্টা করা হয়েছে। তারা সহসাই আইনের আশ্রয় নিচ্ছেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জহিরুল ইসলাম শাহিন জানান, রিভাকে পিটানো হয়েছে। তার  মুখ, হাত,পা সহ শরীরের বিভিন্ন অংশে ক্ষতের চিহ্ন আছে। বর্তমানে সে আশংকামুক্ত। এ ব্যাপারে উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ জানান,রিভার কাছে তার স্বামীর বিভিন্ন কথা শুনেছেন। তবে ব্যস্থতার কারণে উভয়পক্ষকে সামনা-সামনি করা যায়নি। অভিযুক্ত ফরিদ পাটোয়ারী জানান, রিভা মোটর সাইকেলের সাথে নিজের মাথা,হাত, পা পিটিয়ে নিজেই নিজেকে জখম করেছে।

ইনিউজ ৭১/এম.আর