অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের সহসম্পাদক মনসুর আলীর (৩৩) মরদেহ শনিবার সন্ধ্যায় রাজধানীর বনশ্রীর একটি বাসা থেকে উদ্ধার করেছে খিলগাঁও পুলিশ। শনিবার (১৬ নভেম্বর) সন্ধায় রাজধানীর বনশ্রীর একটি বাসা থেকে অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের সহসম্পাদক মনসুর আলীর (৩৩) মরদেহ উদ্ধার করে পুলিশ। ওই বাসায় তিনি ভাড়া থাকতেন বলে জানা যায়।
তিনি চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী ছিলেন। বাংলা ট্রিবিউনের আগে তিনি দৈনিক ইত্তেফাক পত্রিকায় কর্মরত ছিলেন। মনসুর আলীর বাড়ি সিলেটের ফেঞ্চুগঞ্জের কোটালপাড়া গ্রামে। বনশ্রীর ওই বাসায় মনসুরের সাথে থাকতেন তাঁর বন্ধু মনোজিত মিত্র। মনোজিত গণমাধ্যমকে বলেন, মনসুর শুক্রবার বেলা আড়াইটার দিকে অফিসে যান। তারপর তিনি বাসা থেকে বের হয়ে যান এবং রাতে বাসায় আর ফিরেননি।
তিনি আরও বলেন, শনিবার সন্ধায় বাসায় ফিরে দরজায় নক করলে ভিতর থেকে কারও সাড়া শব্দ পাননি। তারপর বিষয়টি তিনি বাসার মালিক ও তত্ত্ববধায়ককে জানান। বাসার মালিক জরুরি সেবা নম্বর ৯৯৯ এ ফোন করে বিষয়টি জানালে পুলিশ এসে দরজা ভেঙে ভেতরে ঢোকে। মনসুর বিবিস্ত্র অবস্থা বিছানায় চিৎ হয়ে পড়ে ছিলেন। এবং বিছানার পাশে বমি ও মল পরএ ছিলো বলে জানান মনোজিত।
খিলগাঁও জোনের জ্যেষ্ঠ সহকারী কমিশনার জুলফিকার আলী বলেন, ময়নাতদন্তের জন্য মনসুরের মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক ভাবে জানতে পেরেছেন মনসুর উচ্চ রক্তচাপে ভুগছিলেন। রক্তচাপেই কি তার মৃত্যুর কারণ কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এছাড়া অন্যান্য দিক গুলোও তারা তদন্ত করে দেখবেন।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।