বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের নতুন কমিটিতে চেয়ারম্যান হিসাবে শেখ ফজলে শামস পরশ এবং সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম খাঁন নিখিল নির্বাচিত হওয়ায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন আশুলিয়া থানা ও ইয়ারপুর ইউনিয়ন যুবলীগ আহবায়ক কমিটির নেতৃবৃন্দ। সেই সাথে সৎ, যোগ্য, সঠিক ও ক্লিন ইমেজ ব্যাক্তিত্বকে যুবলীগ নেতৃত্বে মনোনীত করায় সফল রাষ্ট্র নায়ক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন ইয়ারপুর ইউনিয়ন যুবলীগের আহবায়ক মোঃ নুরুল আমিন সরকার।
শনিবার কংগ্রেসের দ্বিতীয় পর্বে যুবলীগের চেয়ারম্যান হিসেবে শেখ পরশের নাম প্রস্তাব করেন সম্মেলন প্রস্তুতির কমিটির আহ্বায়ক চয়ন ইসলাম। এ প্রস্তাবের সমর্থন করেন সদস্য সচিব হারুনুর রশিদ।পরে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সর্বসম্মতভাবে পরশের নাম ঘোষণা করেন। আগামী তিন বছরযুবলীগের নেতৃত্ব দেবেন শেখ ফজলে শামস পরশ।
উল্লেখ্য: সাবেক যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী হলেন পরশের ফুপা। পরশের ভাই শেখ ফজলে নূর তাপস আওয়ামী লীগের সংসদ সদস্য। তার চাচা শেখ ফজলুল করিম সেলিম আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য। তিনিও যুবলীগের চেয়ারম্যান ছিলেন।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।