মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারী থেকে ঘন কুয়াশা এবং দেশে অন্যত্র কোথাও কোথাও হালকা থেকে মাঝারী ধরনের কুয়াশা পড়ছে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা হ্রাস অব্যাহত রয়েছে। একই সঙ্গে অস্থায়ীভাবে আংশিক আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। গতকাল শুক্রবার সন্ধ্যা ৬টায় পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। ঢাকায় বাতাসের গতি ও দিক উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬থেকে ১২ কিলোমিটার বেগে বয়ে যায়।
গতকাল শনিবার সন্ধ্যা ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৭৩ শতাংশ। আজ রোববার ঢাকায় সূর্যোদয় হয়েছে ভোর ৬টা ১৯ মিনিটে এবং সূর্যাস্ত হয়েছে ভোর ৫টা ১১ মিনিটে। পরবর্তী ৪৮ ঘণ্টার আবহাওয়ার অবস্থা সামান্য পরিবর্তন হতে পারে। বর্ধিত ৫ দিনের আবহাওয়ার অবস্থায় উল্লেখ্যযোগ্য পরিবর্তন নেই। গতকাল শনিবার সারাদেশের কোথাও কোন বৃষ্টিপাত হয়নি। একই সঙ্গে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল কক্সবাজারের টেকনাফে ৩১ দশমিক ২ এবং সর্বনিম্ন তেঁতুলিয়ায় ১৪ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।