বেড়েছে চালের দাম, মাছ-সবজির বাজারও চড়া

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: শুক্রবার ২৯শে নভেম্বর ২০১৯ ১২:০৭ অপরাহ্ন
বেড়েছে চালের দাম, মাছ-সবজির বাজারও চড়া

বাজারে চালের দাম বেড়েছে প্রতিকেজিতে ৫ থেকে ৮ টাকা। চাক্তাই-খাতুনগঞ্জের পাইকারি বাজারে ৫০ কেজি ওজনের পাইজার ১৬শ টাকা, বেতি ১ হাজার ৭৫০ টাকা, সিদ্ধ জিরাশাইল ২৩শ টাকা, দেশি কাটারী ২ হাজার ৪৫০ টাকা, নুরজাহান ১ হাজার ৫৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। ২৫ কেজি ওজনের প্রতি বস্তা মিনিকেট আতপ ৯২০ টাকা, নাজিরশাইল ১ হাজার ২৫০ টাকা, নতুন চাল ১ হাজার ২০ টাকা, কাটারি সিদ্ধ ১ হাজার ৩শ টাকা, নতুন কাটারী ১ হাজার ২০ টাকা, নুরজাহান সিদ্ধ চাল বিক্রি হচ্ছে ১ হাজার ৫৫০ টাকায়।

খুচরা বাজারে চিনিগুড়া চাল প্রতিকেজি ৯৫-১শ টাকা, গোবিন্দভোগ ৮০ টাকা, দেশি নাজিরশাইল ৬০ টাকা, ইন্ডিয়ান নাজিরশাইল ৬৫ টাকা, পাইজার ৪৫ টাকা, জিরাশাইল ৪৮ টাকা, নুরজাহান সিদ্ধ ৩৭ টাকা, বালাম সিদ্ধ ২৫ টাকা, ১ নম্বর কাটারি ৬৫ টাকা, দেশি মিনিকেট ৩৮ টাকা দরে বিক্রি হচ্ছে।চাক্তাই চাল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ওমর আজম জানান, ‘এখন মজুদ থাকা চাল প্রায় শেষ হয়ে এসেছে। আর কয়েকদিন পর নতুন চাল বাজারে আসবে। এই সময়ে চালের দাম বেড়ে যায়।

সবজির বাজারও চড়া।এদিকে কাঁচাবাজারে শীতকালীন প্রচুর সবজি এলেও দাম কমছে না। প্রতিকেজি ফুলকপি ৮০ টাকা, বাঁধাকপি ৪০-৫০ টাকা, শিম ৭০ টাকা, মূলা ৪০-৫০ টাকা, টমেটো ৮০ টাকা, বেগুন ৬০ টাকা, ঢেঁড়শ ৫০ টাকা, ঝিঙা ৬০ টাকা, বরবটি ৬০ টাকা, চিচিঙ্গা ৬০ টাকা, পটল ৫০-৬০ টাকায়, আলু ২৫ টাকা, তিতকরলা ৬০-৭০ টাকা, লাউ ৪০ টাকা, মিষ্টি কুমড়া ৪০ টাকা, শসা ৪০-৫০ টাকা, লতি ৬০ টাকা, কাঁচামরিচ ৫০-৬০ টাকা দরে বিক্রি হচ্ছে।তবে অপরিবর্তিত আছে মাছ-মাংসের দাম। নগরের রেয়াজউদ্দীন বাজার ও বহদ্দারহাট কাঁচাবাজারে ব্রয়লার মুরগি ১১০-১২০ টাকা, লেয়ার মুরগি ২৩০- ২৪০ টাকা, সোনালী মুরগি ২৪০-২৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। হাড়ছাড়া গরুর মাংস বিক্রি হচ্ছে সাড়ে ৬শ-৭শ টাকা, হাড়সহ ৫৫০ টাকা, ছাগলের মাংস ৭শ-৭৫০ টাকা।মাছের মধ্যে পুকুরের চিংড়ি ৪শ টাকা, চাষের চিংড়ি ৪৫০ টাকা, তেলাপিয়া ১৬০ টাকা, লইট্যা ৮০-১শ টাকা, রূপচাঁদা ৬শ টাকা, কৈ ৩শ টাকা, কাতাল ৩৩০ টাকা, লাল কোরাল ৫শ টাকা দরে বিক্রি হচ্ছে। আছে ডিমওয়ালা ইলিশও।