মাঠে খেলতে না দিলে ’৩৩৩’ -এ কল দিন: মেয়র আতিক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: শনিবার ৭ই ডিসেম্বর ২০১৯ ০৭:১৭ অপরাহ্ন
মাঠে খেলতে না দিলে ’৩৩৩’ -এ কল দিন: মেয়র আতিক

শিশু-বান্ধব শহর গড়ার লক্ষ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন আয়োজিত এক সংলাপে নগর ভবনে মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘সিটি কর্পোরেশনের কোনো মাঠে কোনও ধরণের মেলা হবে না। আমরা এর অনুমতি দেব না।

এগুলো তোমরা (শিশু-কিশোর) ব্যবহার করবে। যদি কোথাও কেউ সমস্যা করে, তোমাদের খেলতে না দেয়, তাহলে ৩৩৩ এ কল করে বলবে, আমার খেলার মাঠে আমাকে খেলতে দেয়া হচ্ছে না। আমরা দ্রুত ব্যবস্থা নেব।’

বুধবার (৪ ডিসেম্বর) ডিএনসিসির বিভিন্ন এলাকা থেকে, বিশেষ করে সুবিধা বঞ্চিত কিশোর-কিশোরীরা অংশগ্রহণ করে। কিশোর-কিশোরীরা পরিবেশ দূষণ, শিশুশ্রম, খেলার মাঠ, নিরাপত্তাহীনতা, স্বাস্থ্যসেবা, বর্জ্য ব্যবস্থাপনা, নিরাপদ পানি, বস্তির আবাসনসহ বিভিন্ন বিষয়ে মেয়রের কাছে দাবি তুলে ধরে।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব