কোচিং ও গাইড বই ব্যবসায়ীদের অবৈধ সম্পদ খুঁজে বের করা হবে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুদকের প্রধান কার্যালয়ে প্রবেশের সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা জানান।
ইকবাল মাহমুদ বলেন, ‘শিক্ষায় ভর্তি বাণিজ্য বরদাশত করা হবে না। কোচিং ও গাইড বই ব্যবসায়ীদের অবৈধ সম্পদ খুঁজে বের করা হবে। কোচিং বাণিজ্য করে যারা সম্পদের পাহাড় গড়েছেন তাদের বিরুদ্ধে অভিযান শুরু হবে।’
রূপপুর বিষয়ে চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেন, ‘রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্পের আবাসিক ভবনের জন্য বালিশ, আসবাবপত্রসহ বিভিন্ন সরঞ্জাম কেনাকাটায় সরকারের ৩১ কোটি টাকা ক্ষতি হয়েছে। এ নিয়ে মামলা হয়েছে। মামলায় কেউ বাদ পড়লে তদন্তে তা বেরিয়ে আসবে।’ দেশের অন্য বড় বড় প্রকল্পে দুর্নীতি ও অনিয়ম হচ্ছে কিনা সেদিকেও নজর রাখা হচ্ছে বলেও জানান দুদক চেয়ারম্যান।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।