সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে মমিন উদ্দিন নামে দুবাই ফেরত এক যাত্রীর জুতার ভেতর থেকে ২২টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকাল ৯টার দিকে স্বর্ণসহ তাকে আটক করা হয়। আটক মমিন উদ্দিন গোয়াইনঘাট উপজেলার সিটিংবাড়ি গ্রামের বাসিন্দা। তিনি দুবাইয়ে রংয়ের কারখানায় কাজ করেন।
কাস্টমস এক্সাইজ অ্যান্ড ভ্যাট কমিশনারেট সিলেটের যুগ্ম কমিশনার মিনহাজ উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকাল ৯টায় দুবাই থেকে বিজি ২৪৮ নম্বর ফ্লাইটে আসা যাত্রীদের দেহ তল্লাশি করা হয়। মমিন উদ্দিন নামে ওই যাত্রীকে কাস্টমস কর্মকর্তারা তল্লাশি করে তার পায়ের দুই জুতায় ২২টি স্বর্ণের বার উদ্ধার করা করে।
এগুলোর ওজন পৌনে তিন কেজি। যার বর্তমান বাজার মূল্য ১ কোটি ১৫ লাখ টাকা বলে জানিছেয়েন বিমানবন্দর কাস্টমসের কর্মকর্তারা। তিনি আরও জানান, আটক মমিন উদ্দিনের বিরুদ্ধে মামলা করে এয়ারপোর্টে থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।