থানা হবে মানুষের আশ্রয়স্থল। ভুক্তভোগীরা সর্বপ্রথম সাহায্যের জন্য থানায় আসেন। থানার অফিসারদের মানসিকতা, আচার-আচরণ ও ব্যবহার সর্বোত্তম হতে হবে। এজন্য দেশের প্রায় ৭০০ থানার ওসিকে পুলিশ সদর দফতরে ডেকে এনে তাদের সঙ্গে সরাসরি কথা বলেছি ও তাদের কথা শুনেছি। পুলিশের ইমেজ বৃদ্ধির জন্য আমরা কাজ করছি। আমরা জনগণের পুলিশ হতে চাই, মানবিক পুলিশ হতে চাই বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।
গতকাল সকালে রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটরিয়ামে অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার কল্যাণ সমিতির ৩৭তম বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, মুজিববর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার- এই স্লোগান ধারণ করে আমরা কাজ করছি। জঙ্গি দমনে বাংলাদেশ পুলিশ অনেক সাফল্য দেখাতে সক্ষম হয়েছে। পুলিশ এখন মাদকের বিরুদ্ধে ‘যুদ্ধ ঘোষণা’ করেছে। মাদকের বিস্তার রোধে বাংলাদেশ পুলিশ বদ্ধপরিকর। অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে আইজিপি বলেন, পুলিশ হয়ে অবসর নিলেও আপনি পুলিশই থাকবেন। আপনাদের ক্ষুদ্র প্রয়াস ছড়িয়ে দিতে পারলে অনেকে উপকৃত হবেন। সবাই যার যার অবস্থান থেকে মাদক, জঙ্গিবাদ, সন্ত্রাস ও ইভ টিজিংয়ের বিরুদ্ধে কাজ করুন।
পৃথিবীটা অনেক বড়। আমাদের নতুন জেনারেশন বর্তমানে সেলফোন, ট্যাবের মধ্যে আটকে রয়েছে। এখান থেকে বের হয়ে বিশ্বকে দেখতে হবে। আমরা সবাই একটি পরিবার, এর মধ্যে কোনো ভেদাভেদ নেই। ১৯৮২ সালের ১৬ অক্টোবর বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার কল্যাণ সমিতি যাত্রা শুরু করে। বর্তমানে এই সমিতির সদস্য ৮৩৯ জন। দেশের বিভিন্ন জেলায় ১৪টি শাখা অফিস থেকে এই সমিতি তাদের কার্যক্রম চালাচ্ছে।
অনুষ্ঠানে বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার কল্যাণ সমিতির পক্ষ থেকে সমিতির পাঁচজন বয়োজ্যেষ্ঠ সদস্যকে সম্মাননা তুলে দেন আইজিপি। অনুষ্ঠানে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ২৪ জন কৃতী শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।