আগামীকাল থেকে শুরু হচ্ছে বিশ্ব উজতেমা।এর আগে আজ বৃহস্পতিবার থেকেই শুরু হয়েছে আমবয়ান। ধর্মীয় এই মহাসমাবেশটিতে শুধু বাংলাদেশের জেলা গুলি নয়, সমবেত হয়েছেন বিশ্বের বিভিন্ন দেশ থেকে লাখ লাখ ধর্মপ্রাণ মানুষ।ফলে যানবাহনের বাড়তি চাপে যানজট ছড়িয়ে পড়ছে বিভিন্ন এলাকায়।বিশ্ব ইজতেমার কারণে আজ বৃহস্পতিবার(০৯ জানুয়ারি) সকাল থেকেই গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। যানজট ছড়িয়ে পড়েছে রাজধানী ঢাকাতেও।
আজ সকালে রাজধানীর উত্তরা ছাড়াও প্রগতি সরণির রামপুরা পর্যন্ত যানবাহনের ধীরগতি পরিলক্ষিত হয়। এতে চরম বিপাকে পড়েছেন অফিসগামী কর্মজীবী মানুষ ও স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা। সড়কে যাতায়াতকারী যাত্রীরা অভিযোগ করেনযানজট নিরসনে পুলিশর কোনো পদক্ষেপই কাজে দিচ্ছেনা। একই সময়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানজটের কারণে ঢাকা-বাইপাস ও ঢাকা-টাঙ্গাইল সড়কেও যানজট দেখায় লাগতে দেখা যায়।পুলিশ জানিয়েছে, ইজতেমার করণে হঠাৎ করে মহাসড়কে যানবাহনের চাপ বৃদ্ধি পেয়েছে।যানজট নিরসনে ট্রাফিক পুলিশ, হাইওয়ে পুলিশ ও থানা পুলিশ কাজ করছে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।