সরাইলে জেলা পরিষদের টয়লেট থাকলেও ব্যবহার করতে পারছেনা

নিজস্ব প্রতিবেদক
মো: তাসলিম উদ্দিন, নিজস্ব প্রতিনিধি সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)
প্রকাশিত: শুক্রবার ১০ই জানুয়ারী ২০২০ ১০:০৬ পূর্বাহ্ন
সরাইলে জেলা পরিষদের টয়লেট থাকলেও ব্যবহার করতে পারছেনা

ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল নাসিরনগর আঞ্চলিক সড়কের পাশে হাসপাতাল মোড়ে জেলা পরিষদের টয়লেট থাকলেও ব্যবহার করতে পারছেন না শ্রমিক- পথচারীরা। সরেজমিনে দেখা যায়, টয়লেট তালাবদ্ধ তাকাই যাত্রী ছাউনির ভিতরে একটি টিনের বেড়ার পিছনে বসে একজন প্রস্রাব করতেছে। ছবিতে এমন দেখাই।এদিকে অনেক দিন  যাবত অজ্ঞাত কারণে টয়লেটি তালাবদ্ধ থাকায় কর্মরত শ্রমিকরা মোড়ের ব্যবসায়ীরা প্রয়োজনীয় প্রাকৃতি কাজ সারতে চরম ভোগান্তি পড়ছেন। বিকল্প ব্যবস্থা না থাকায় শীতের মৌসুমে  প্রস্রাব -পায়খানা করার জন্য সামনে মসজিদের টয়লেটে যেতে হচ্ছে নতুবা রাস্তার পাশে খালে গিয়ে করতে হচ্ছে। এমতাবস্থায় শ্রমিক- পথচারীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী মানুষেরা কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করে বলেন, জেলা পরিষদের টয়লেটের তালাটি খুলে ব্যবহারের সুবিধা করতে দ্রুত ব্যবস্থা গ্রহণ করবেন, এমন প্রত্যাশা পথচারী মানুষের।