ভেদরগঞ্জে অটোরিক্সার চাপায় শিশু নিহত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: শনিবার ১লা ফেব্রুয়ারি ২০২০ ০৫:৪০ অপরাহ্ন
ভেদরগঞ্জে অটোরিক্সার চাপায় শিশু নিহত

শরীয়তপুর ভেদরগঞ্জের সখিপুরে ব্যাটারি চালিত অটোরিক্সার চাকায় পিষ্ঠ হয়ে ইকরা মনি (৩) নামে এক শিশু নিহত হয়েছে। নিহত ইকরা মনি উপজেলার আনু সরকার কান্দি গ্রামের জাকির রাড়ীর কণ্যা। এ ঘটনায় অটোরিক্সা ও চালককে আটক করেছে স্থানীয়রা। বাবা দিন মুজুর, মা মানুষের বাসায় কাজ করেন।

পারিবারিক সূত্রে জানা যায়,শনিবার (০১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে বাড়ির পাশের আনন্দ বাজরের রাস্তা পার হতে গেলে একটি ব্যাটারি চালিত অটোরিক্সা আরেকটি অটোরিক্সাকে ওভারটেক করার সময় তাকে অটোরিক্সায় চাপা দেয়। এতে ইকরা মনি গুরুতর আহত হয়।

পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্মরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন সখিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব