বোরহানউদ্দিনে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: রবিবার ২রা ফেব্রুয়ারি ২০২০ ০৩:৪০ অপরাহ্ন
বোরহানউদ্দিনে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা

ভোলার বোরহানউদ্দিনে উৎসবমুখর পরিবেশে দুর্নীতি বিরোধী জাতিয় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে বোরহানউদ্দিন কামিল (আলিয়া) মাদ্রাসা হলরুমে ‘মূল্যবোধ ও  দেশ প্রেমের অভাবেই দুর্নীতির বিস্তার ঘটে’ এর পক্ষে-বিপক্ষে মাদ্রাসা শিক্ষার্থীরা বিতর্কে অংশ নেয়। 

মাদ্রাসা শিক্ষক মাকছুদুর রহমান, মোবাশ্বির হাসান ও জাহাঙ্গির আলম বিচারকের দ্বায়িত্ব পালন করেন। সঞ্চালকের দ্বায়িত্ব পালন করেন মাদ্রাসা উপাধ্যক্ষ এএইচএম অলিউল্যাহ।

অষ্টম শ্রেণির শিক্ষার্থী নাজমুন নাহারের নেতৃত্বে ‘মূল্যবোধ ও  দেশ প্রেমের অভাবেই দুর্নীতির বিস্তার ঘটে’ এর পক্ষে ৬ জন বিতার্কিক অংশ নেন। অপরদিকে দশম শ্রেণির শিক্ষার্থী ফখরুল আলম সোহানের নেতৃত্বে ৬ জন বিতার্কিক এর বিপক্ষে অংশ নেন। বিচারকদের রায়ে ফখরুল আলম সোহানের দল সেরা নির্বাচিত হয়। সেসাথে ব্যক্তিগত পারফরমেন্সে সোহান সেরা বিতার্কিক নির্বাচিত হন। 

মাদ্রাসা অধ্যক্ষ এবি আহমদ উল্যাহ আনছারীর সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তৃতা করেন, মাদ্রাসা উপাধ্যক্ষ এএইচএম অলিউল্যাহ, মুহাদ্দিস মো. ফয়জুল আলম, শিক্ষক মো. মাকছুদুর রহমান, হাবিবুর রহমান আল জাযেরী প্রমুখ। ওই অনুষ্ঠানে অধ্যক্ষ মাদরাসায় একটি ডিবেটিং ক্লাব প্রতিষ্ঠার ঘোষনা দেন। 

ইনিউজ ৭১/টি.টি. রাকিব