বরিশালের আগৈলঝাড়ায় পঞ্চম শ্রেনির শিশু শিক্ষার্থীকে ধর্ষনের মামলায় র্যাব-৮ সদস্যরা অভিযান চালিয়ে ধর্ষক মাদেজকে গ্রেফতার করেছে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৮ এর ডিএডি শেখ মোফাজ্জেল এর নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে ফরিদপুর সদর থানার বাসষ্ট্যান্ড থেকে আগৈলঝাড়া উপজেলার বেলুহার গ্রামের কালাম সরদারের ছেলে শিশু ধর্ষণ মামলার আসামী মাজেদ সরদারকে (২২) সোমবার দুপুরে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাজেদকে সোমবার সন্ধ্যায় আগৈলঝাড়া থানায় হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, পঞ্চম শ্রেণি পড়ুয়া ১৩ বছরের শিশু শিক্ষার্থীকে গত বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার রত্নপুর ইউনিয়নের ছয়গ্রাম বাজার থেকে কমমেটিক্স কিনে বাড়ি ফেরার পথে বেলুহার গ্রামের বেলাল ভুইয়ার ছেলে অরুন ভুইয়া (২৫) এর সহায়তায় কালাম সরদারের ছেলে মাজেদ সরদার (২২) মুখ চেপে জোর পূর্বক পাশের একটি বাগানে উঠিয়ে নিয়ে ধর্ষণ করে।
এ ঘটনায় ধর্ষিতা শিশুর নানা বাদী হয়ে শনিবার রাতে আগৈলঝাড়া থানায় মামলা দায়ের করলে র্যাব-৮ এর সদস্যরা অভিযান চালিয়ে মাজেদ সরদারকে গ্রেফতার করেছে।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।