করোনার ঝুঁকি, তবু ঘাট পার হচ্ছে মানুষ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার ২৫শে মার্চ ২০২০ ০৫:২৬ অপরাহ্ন
করোনার ঝুঁকি, তবু ঘাট পার হচ্ছে মানুষ

করোনা ভাইরাস প্রতিরোধে জনসমাগম এড়াতে সারাদেশে নৌপথ বন্ধ ঘোষণা করা হলেও তা মানা হচ্ছে না দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করেই চলছে ফেরি ও দূরপাল্লার যাত্রীবাহী বাস।

বুধবার (২৫ মার্চ) সকাল থেকেই দৌলতদিয়া-পাটুরিয়া ঘাটে ফেরিতে পণ্যবাহী যানের পাশাপাশি যাত্রীবাহী বাস, মাইক্রোবাস পার হচ্ছে। পরিবহনে যাত্রী ছাড়াও ফেরিবোঝাই হয়ে পারাপার হতে দেখা গেছে বাড়ি ফেরা অনেক মানুষকে।

ফেরি নোঙরের সঙ্গে সঙ্গে হুমড়ি খেয়ে পড়ছেন তারা। করোনা ভাইরাসের ঝুঁকি নিয়ে ঈদের মতো গাদাগাদি করে ঘাট পার হচ্ছেন মানুষ। এ বিষয়ে ঘাট কর্তৃপক্ষের কাছে জানতে চাইলে তারা বিষয়টি এড়িয়ে যান।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব