নরসিংদীর পলাশ উপজেলায় অচেতন অবস্থায় বাকপ্রতিবন্ধী এক কিশোরকে উদ্ধার করেছে প্রশাসন। শুক্রবার রাতে উপজেলার চরসিন্দুর ইউনিয়নের শহীদ স্মৃতি কলেজের সামনে থেকে তাকে উদ্ধার করা হয়। পরে স্থানীয় ইউপি চেয়ারম্যানের মাধ্যমে ওই কিশোরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (অ.দা.) ফারহানা আলী জানান, শুক্রবার রাতে উপজেলার চরসিন্দুর ইউনিয়নের শহীদ স্মৃতি কলেজের সামনে অচেতন অবস্থায় ওই কিশোরকে দেখতে পেয়ে স্থানীয়রা আমার মুঠোফোনে কল দিয়ে বিষয়টি অবগত করেন। পরে আমি স্থানীয় ইউপি চেয়ারম্যানের মাধ্যমে ওই কিশোরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়াই।
এরপর থানা পুলিশের মাধ্যমে বাকপ্রতিবন্ধী ওই কিশোরের পরিচয় জানার চেষ্টা করি। কিন্তু তার কোনো পরিচয় না পাওয়ার কারণে তাকে শনিবার দুপুরে উপজেলা সমাজ সেবা কর্মকর্তার মাধ্যমে ময়মনসিংহ ত্রিশালের সরকারি আশ্রয়কেন্দ্রে পাঠানো হয়েছে। যদি ওই কিশোরের কোনো পরিচয় পাওয়া যায়, তাহলে পলাশ থানার অফিসার ইনচার্জের মুঠোফোনে-০১৭১৩৩৭৩৪১৭-যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।