আগৈলঝাড়ায় কর্মহীন দুঃস্থদের খাদ্য সহায়তা প্রদান করে সর্বমহলে প্রশংসিত

নিজস্ব প্রতিবেদক
এফ এম নাজমুল রিপন
প্রকাশিত: বুধবার ১লা এপ্রিল ২০২০ ০২:২২ অপরাহ্ন
আগৈলঝাড়ায় কর্মহীন দুঃস্থদের খাদ্য সহায়তা প্রদান করে সর্বমহলে প্রশংসিত

বরিশালের আগৈলঝাড়ার করোনা ভাইরাস প্রতিরোধে সরকারি এবং স্থানীয় এমপি আবুল হাসানাত আব্দুল্লার উদ্যোগে যে খানে গাড়ি না যায় সেখানে পায়ে হেটে বাড়ি বাড়ি গিয়ে  নিত্য প্রয়োজনীয় পণ্য বিতরণ  করে  সর্বমহলে প্রশংসিত হচ্ছেন উপজেলা নির্বাহী অফিসার চৌধরী রওশন ইসলাম ,উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রইচ সেরনিয়াবাত এবং আওয়ামী লীগ  সাধারন সম্পাদক আবু সালে লিটন। 

বুধবার সকালে উপজেলার বাকাল ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের সামনে এবং প্রতন্ত গ্রাম অঞ্চলে বাড়ি বাড়ি গিয়ে  ওই ইউনিয়নের ৬৩টি দুঃস্থ পরিবারকে ১০কেজি করে চাল, ৫কেজি করে আলু ও ২কেজি করে মশুর ডাল খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। কর্মহীন শ্রমিকদের মধ্যে খাদ্য সহায়তা প্রদানের সময় উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মোশাররফ হোসাইন, বাকাল ইউপি চেয়ারম্যান বিপুল দাস,যুবলীগ সাধারন সম্পাদক অনিমেষ মন্ডল,ছাত্রলীগ সাধারন সম্পাদক জাকির হোসেন পাইক,ইউনিয়ন আওয়ামী লীগ সাধারন সম্পাদক শহীদ পাইকসহ ইউপি সদস্যবৃন্দ।

ইনিউজ ৭১/ জি.হা