কালকিনিতে জমি নিয়ে বিরোধ বাড়ি ঘরে হামলা-ভাংচুর

নিজস্ব প্রতিবেদক
মোঃ আতিকুর রহমান আজাদ,উপজেলা প্রতিনিধি কালকিনি (মাদারীপুর)
প্রকাশিত: শনিবার ৪ঠা এপ্রিল ২০২০ ০৪:৫৩ অপরাহ্ন
কালকিনিতে জমি নিয়ে বিরোধ বাড়ি ঘরে হামলা-ভাংচুর

মাদারীপুরের কালকিনিতে জমি লিজ নেয়াকে কেন্দ্র করে বাড়িঘরে হামলা ভাংচুর করেছে প্রতিপক্ষ।এ হামলায় নারীসহ ১০ জন আহত হয়েছে বলে জানা যায়। আহতদের উদ্ধার করে কালকিনি সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার রাত সাড়ে ১২টা দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় উল্টো ক্ষতিগ্রস্থদের বিরুদ্ধেই ঘেরের মাছ চুরির মামলা দিয়ে হয়রানির অভিযোগ পাওয়া গেছে।

ভুক্তভোগী,স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়,কালকিনি উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান আরিফা আক্তার বিথীর ক্ষমতার প্রভাব খাটিয়ে স্বামী এনামুল মোল্লা ও ভাশুর মোক্তার মোল্লা বাঁশগাড়ী ইউনিয়নের নতুনচর ভাটাবালী গ্রামের অসহায় কৃষক আঃ হাই আকন, আয়নাল আকন,ইসমাইল আকন,সালমা বেগম,নেছারউদ্দিন আকনসহ প্রায় ১০/১৫ জনের জমি জবর দখল করে নিয়ে মাছের ঘের ও আমের বাগান তৈরি করেন। মাছের ঘেরের পরিধি বৃদ্ধি করার জন্য গ্রামের আরও কিছু কৃষকের জমি দখল নেয়ার চেষ্টা করলে তাদের বাঁধা দেয় এলাকার সাধারন কৃষকরা।

এতে করে ক্ষিপ্ত হয়ে শুক্রবার গভীর রাতে ঐ কৃষকের বাড়িঘরে হামলা ভাংচুর করে গরু,ছাগল ছিনিয়ে নিয়ে যায় বলে অভিযোগ করেন ভুক্তভোগী পরিবারের লোকজন। ইতি পূর্বে এ নিয়ে   থানায় ও মাদারীপুর কোর্টে মামলা হয়েছে। সর্বশেষ কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম বরাবরে জোর পূর্বক জমি দখল মর্মে একটি লিখিত অভিযোগও দেয়া হয়েছে বলে জানা যায়। 

ভুক্তভোগী আহত আঃ হাই ও দাদন আকন বলেন, নারী ভাইস চেয়ারম্যানের স্বামী ও ভাশুর আমাদের এলাকার ১০/১৫ জন কৃষকের জোর করে নিয়ে মাছের ঘের করেছে।আরও জমি নেয়ার চেষ্টা করলে বাধা দিলে রাতের আধাঁরে শতাধীক লোক নিয়ে বাড়িঘরে হামলা ভাংচুর ও গরু,ছাগল নিয়ে যায়। আর এ সমস্ত নারী ভাইস চেয়ারম্যানের ক্ষমতায় তার স্বামী এনামুল মোল্লা ও ভাশুর মোক্তার মোল্লা করেছে। আমরা অসহায়, আমরা ন্যায় বিচার চাই।

এ ব্যাপারে নারী ভাইস চেয়ারম্যান আরিফা আক্তার বিথীর সাথে মুঠো ফোনে কথা হলে তিনি বলেন, এ প্রোজেক্ট আমার,আমি জমি লিজ নিয়ে  মাছের ঘের ও বাগান তৈরি করেছি। কিন্তু আয়নাল আকন কিছু লোকের ইন্দোনে এ সব করতেছে আমরা কোন হামলা করিনি। আমার ঘেরের মাছ চুরি হয়েছে তাই চুরির মামলা হয়েছে।

এ ব্যাপারে কালকিনি থানার ওসি মোঃ নাছির উদ্দিন মৃধা বলেন,রাতে খবর পেয়ে খাঁসেরহাট পুলিশ ফাঁড়ি থেকে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে, এ ঘটনায় মোক্তার মোল্লা বাদী হয়ে ১০/১২ জনকে আসামী করে মামলা দায়ের করেন।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব