চুনতিতে ৫'শ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: শনিবার ৪ঠা এপ্রিল ২০২০ ০৭:৪৮ অপরাহ্ন
চুনতিতে ৫'শ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নে করোনা ভাইরাসের কারণে কর্মহীন শ্রমজীবী মানুষদের খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।শনিবার (৪ এপ্রিল) চুনতি ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীনের পক্ষ থেকে ৫০০ পরিবারের মাঝে ইউনিয়ন পরিষদে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

খাদ্যসামগ্রীর মধ্যে চাল ৫ কেজি, তেল ১  কেজি, পেঁয়াজ ২ কেজি, আলু ২ কেজি।খাদ্যসামগ্রী বিতরণকালে চুনতি ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন বলেন, করোনা ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পেতে ঘরবন্দি  প্রথম ধাপে কর্মহীন ৫০০ পরিবারের মাঝে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।পরবর্তীতে এ ধরনের সহায়ত অব্যাহত থাকবে।

ইনিউজ ৭১/ জি.হা