ডামুড্যায় লকডাউন অমান্য করায় ৭ জনকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: বৃহঃস্পতিবার ১৬ই এপ্রিল ২০২০ ০৯:৫৬ অপরাহ্ন
ডামুড্যায় লকডাউন অমান্য করায় ৭ জনকে জরিমানা

করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে ডামুড্যা উপজেলার সরকারি নির্দেশনা লকডাউন অমান্য ও দ্রব্যমূল্যের কৃত্রিম সংকট রোধে বাজারে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়েছে।

এসময় অইন অমান্য করায় অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন অপরাধে ৭ জনকে মোট ২৪ হাজার ৫শত টাকা জরিমানা করা হয়।

বৃহস্পতিবার ডামুড্যা উপজেলার সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন অভিযান চালিয়ে এই জরিমানা করেন। অভিযানে সহযোগিতা করেন ডামুড্যা, থানা পুলিশ, ফায়ার সার্ভিস, গ্রাম পুলিশ, স্বেচ্ছাসেবী সংগঠন জয়ন্তী প্রমুখ।
এ সময় বাজার সরিয়ে স্কুল মাঠে নিয়ে যাওয়া হয়। 

পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত প্রতিদিন সকাল থেকে দুপুর ২ টা পর্যন্ত কাঁচা বাজার নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দোকান খোলা থাকবে এবং ঔষধের দোকান খোলা থাকবে ২৪ ঘন্টা।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব