গোপালপুরে ৬ বছরের শিশু ধর্ষণ চেষ্টার অভিযুক্ত আটক ১

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: রবিবার ১৯শে এপ্রিল ২০২০ ১০:২২ পূর্বাহ্ন
গোপালপুরে ৬ বছরের শিশু ধর্ষণ চেষ্টার অভিযুক্ত আটক ১

টাঙ্গাইলের গোপালপুরে ৬ বছরের শিশু ধর্ষণ চেষ্টার অভিযুক্ত বাবলুর রহমানকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।শনিবার (১৮ এপ্রিল) সকালে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ সিপিসি-৩ কোম্পানীর কমান্ডার মেজর আবু নাঈম মো. তালাতের নেতৃত্বে একটি দল গোপালপুরের আলমনগর (বয়রাপাড়া) এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। অভিযুক্ত বাবলু রহমান (৫০) ওই এলাকার মৃত মকবুল হোসেনের ছেলে।

র‌্যাব কমান্ডার মেজর আবু নাঈম মো. তালাত বলেন, শুক্রবার দুপুরে শিশুটি অভিযুক্ত বাবলুর বাড়ির পাশে খেলা করছিল। এসময় বাবলু তাকে খাবারের লোভ দেখিয়ে বাড়ির ভেতরে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে বাবলু পালিয়ে যায়। পরে শিশুটির বাবা বাদী হয়ে গোপালপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে অভিযোগ দায়ের করেন মামলা নং ০৩।

yle="font-size:large;">তিনি আরো বলেন, শনিবার সকালে অভিযোগটি মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে। অভিযুক্ত বাবলুর রহমানকে গোপালপুর থানার মাধ্যমে আদালতে পাঠানো হয়েছে।শনিবারে বিকেলে গোপালপুর থানায় আনা হয়েছে,  এ বিষয়ে গোপালপুর থানার (ওসি) মো. মোস্তাফিজুর রহমান জানান, অভিযুক্ত বাবলু  রহমান কে রবিবার সকালে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে। 


ইনিউজ ৭১/ জি.হা