সাভারে নারীসহ আরও দুইজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৬ জন।শনিবার (১৮ এপ্রিল) গভীর রাতে বিষয়টি নিশ্চিত করেছেন সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডাক্তার নাজমুল হক মিঠু।নাজমুল হুদা মিঠু জানান, সাভারে নারীসহ নতুন আরো দুইজনের শরীরে এই ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে।
এ নিয়ে সাভারে চিকিৎসকসহ আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৬ জনে। নতুন আক্রান্তের মধ্যে একজন সাভারের হেমায়েতপুরের শ্যামপুর এলাকার ও অপরজন সাভারে ফুলবাড়িয়ার এলাকার বাসিন্দা। বিষয়টি আইইডিসিআরের মাধ্যমে জানা গেছে বলেও জানান তিনি।তিনি বলেন, তাদের মিরপুর লালকুঠির হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। করোনা আক্রান্তদের এলাকা লকডাউন করার প্রক্রিয়া চলছে।
ইনিউজ ৭১/ জি.হা
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।