হাতিয়ায় সড়ক দূর্ঘটনায় শিক্ষক নিহত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: বুধবার ২২শে এপ্রিল ২০২০ ০৫:১৭ অপরাহ্ন
হাতিয়ায় সড়ক দূর্ঘটনায় শিক্ষক নিহত

আজ দুপুর ১২ টার সময় নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় প্রধান সড়কের চৌমুহনী খাদ্যগুদামের কাছে বিপরীত দিক থেকে আসা মোটর সাইকেলের সাথে মুখোমুখী সংঘর্ষে লক্ষীপুর পলিটেকনিকেল ইনস্টিটিউটের প্রভাষক (সাবেক) ও চীনের একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবদুল হালিম সবুজ (৩৫) নিহত হয়। নিহত সবুজ বুড়িশ্চর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের রুহুল আমীনের ছেলে। 

এ ঘটনায় আহত তিনজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। জানা যায়, এই স্থানে একাধিকবার সড়ক দূর্ঘটায় অনেকেই প্রাণ হারিয়েছে। পাশাপাশি লাইসেন্স বিহীন ভাড়ায় চালিত বেপরোয়া মোটরসাইকেল হাতিয়ার সড়ককে মৃত্যু ফাঁদে পরিনত করেছে বলে অনেকে মনে করছেন।

প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করে সড়কের নিরাপত্তা নিশ্চিতের দাবী জানিয়েছেন এলাকাবাসী। হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিষয়টির সত্যতা স্বীকার করেছেন।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব