ব্রাহ্মণবাড়িয়ায় বেড়া দেয়া নিয়ে সংঘর্ষে আহত ২০

নিজস্ব প্রতিবেদক
এরফান হোছাইন. জেলা প্রতিনিধি (কক্সবাজার)
প্রকাশিত: রবিবার ২৬শে এপ্রিল ২০২০ ১০:১১ অপরাহ্ন
ব্রাহ্মণবাড়িয়ায় বেড়া দেয়া নিয়ে সংঘর্ষে আহত ২০

বাড়ির পাশে বেড়া দেয়া নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। রোববার বিকেল ৫টার দিকে উপজেলার বুড়িশ্বর ইউপির আশুরাইল গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।

আশুরাইল গ্রামের বাসিন্দা ধলাই মিয়া তার বাড়ির পাশে বেড়া দিতে চাইলে প্রতিবেশী ধন মিয়া বাধা দেন। এ নিয়ে বাকবিতণ্ডার জেরে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। আধা ঘণ্টা চলা ওই সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন।

নাসিরনগর থানার ওসি (তদন্ত) কবির হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব