করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে শরীয়তপুর উপজেলার ৩০০ স্বেচ্ছাসেবী আনসার-ভিডিপিসদস্যদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। শনিবার সকালে শরীয়তপুর জেলা আনসার ও ভিডিপি কার্যালয় মাঠে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহাবুর রহমান শেখ,জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট নাদিরা ইয়াসমিন। শরীয়তপুর জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারী জেলা কমান্ড্যান্ট মো. মামুন হাওলাদার, সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা আরিফ হোসেন প্রমূখ।
উল্লেখ্য, শরীয়তপুর জেলায় ১ হাজার ৮শ স্বেচ্ছাসেবী আনসার-ভিডিপিসদস্যদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম গ্রহণ করা হয়েছে। তারই ধারাবাহিকতায় প্রতিটি উপজেলায় ৩’শ জনকে ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ২ কেজি আলু, ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি পেঁয়াজ, ১টি সাবান, ১টি মাক্স বিতরণ করা হয়।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।