রাজধানীর সরকারি হাসপাতালে আইসিইউ সংখ্যা ১৩৭, তবে সচল আছে ৬৪টি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: শুক্রবার ১২ই জুন ২০২০ ১২:০৩ অপরাহ্ন
রাজধানীর সরকারি হাসপাতালে আইসিইউ সংখ্যা ১৩৭, তবে সচল আছে ৬৪টি

 স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল পরিচালক আমিনুল ইসলাম জানান, এই মুহুর্তে রাজাধানীতে সরকারি হাসপাতালে সচল আইসিইউ আছে ১৩৭টি। তার কথার সূত্র ধরে কোভিড-১৯ নির্ধারিত হাসপাতালগুলোর পরিচালক ও কর্মরতাদের সঙ্গে কথা হয়। তারা নিজেদের হাসপাতালের আইসিইউয়ের অবস্থা জানান। পরে খোজ নিয়ে জানা যায়, লোকবল ও যন্ত্রাংশের অভাবে বন্ধ আছে ৭৩টি আইসিইউ।

[৩] সরকারি হিসেবে কুয়েত মৈত্রি হাসপাতালে দেখানো হচ্ছে আইসিইউ আছে ২৬টি। কিন্তু এর সচল আইসিইউ ১৬টি। আরো ১০টি আইসিইউ অকেজো হয়ে আছে লোকবলের অভাবে।

[৪] শেখ রাসেলের ১৬টির ১৪টি সচল। দুটি নষ্ট। তবে এই হাসপাতালের কোনো কিছুই সাধারণের জন্য না। ভিআইপিদের জন্য।

[১] ঠাকুরগাঁওয়ের বড়গাঁও ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি গঠন ≣ [১] বিদেশ থেকে চাকরি হারিয়ে ফিরে আসা প্রবাসীদের স্বল্প সুদে ঋণ দেবে সরকার ≣ [১] ইতালির দেয়া উপহারের পিপিই এখন ইতালির কাছেই বিক্রি করতে চায় চীন

[৫] মহানগর হাসপাতালের পরিচালক ডা. প্রকাশ রয় জানান, যন্ত্রপাতি না দিলে কিভাবে চালাবো আইসিইউ। স্বাস্থ্য অধিদপ্তারের হাসপাতাল পরিচালক তাকে জানিয়েছেন যন্ত্রাংশ নাই। এখানে ৫টি আইসিইউ আছে হিসেব দেখালেও মূলত আইসিইউ সচল নেই।

[৬] ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কোভিড রোগিদের জন্য খাতা কলমে আছে ৪৮টি আইসিইউ। কিন্তু বাস্তাবে আছে ১৪টি।