সরাইলে বাড়ছে" করোনা রোগীর সংখ্যা" সচেতনতার বালাই নেই। ব্রাহ্মণবাড়িয়া সরাইলে দিন দিন বাড়ছে করোনা ভাইরাসের সংক্রমণ আক্রান্তের সংখ্যা। প্রথম দিকে শুধু বাহিরে থেকে আসা মানুষের দেহে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেলেও এখন গ্রাম ছেড়ে কোথাও যায়নি এমন ব্যক্তিরাও করোনা শনাক্তের খবর পাওয়া যায়।করোনা আতঙ্কে যখন সাধারণ মানুষ তখন সরাইলবাজারে নেই কোনো নিয়ন্ত্রণ। এ নিয়ে উপজেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২১ জনে। এরমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ জন।
ব্রাক্ষণবাড়িয়া সরাইল উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্স কর্মকর্তা ডাঃ মোঃ নোমান মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, বতর্মান এই অবস্থার পরিবর্তন করতে হলে সকলে স্বাস্হ্যবিধি মেনে চলার পরামর্শ দেন।এ দিকে,খেয়াল খুশিমতো শ শ মানুষের সমাগম হচ্ছে উপজেলার কাঁচাবাজার, মাছবাজারসহ বিভিন্ন পণ্যের দোকানে।
হুড়োহুড়ি করে একজন আরেকজনের গায়ে পড়ছে।সোমবার( ১৫ জুন) সকালে দেখা যায়, সরাইলের বাজারের ফুটপাত থেকে শুরু করে কাঁচাবাজারের আড়ত, মাছবাজার ও মাংসের দোকানে বিপুল লোকের সমাগম। সরকারি নির্দেশনা অনুযায়ী কোনো বিধিনিষেধ মানছেন না কেউ এবং তার তদারকি নেই প্রশাসনের বাআইনশৃঙ্খলাবাহিনীর।
মোঃ মুক্তার হোসেন বলেন,করোনায় মানুষ এমনিতেই আতঙ্কিত। তারপর বাজারের ফুটপাতসহ অন্যান্য জায়গায় যেভাবে লোক সমাগম হচ্ছে তাতে ভয়াবহভাবে করোনাভাইরাস ছড়াতে পারে।উপজেলাবাজারসহ আশপাশের হাট-বাজার ঘুরে দেখা গেছে, করোনাভাইরাস সংক্রমণ শুরু দিকে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানা হলেও এখন মানুষের মাঝে কমেছে সচেতনতা। প্রায় বেশিরভাগ মানুষের মুখেই নেই মাস্ক। যদিও কারো কারো মুখে থাকলেও তারা নাক-মুখের নিচে নামিয়ে রাখছেন সুরক্ষা মাস্ক। সামাজিক দূরত্ব দূরে ঠেলে গাদাগাদি করা হচ্ছে বিভিন্ন দোকানপাটসহ, সি এন জি ব্যাটারিচালিত রিকশা-ভ্যানে।
পুরো সরাইল উপজেলা থাকছে এখন লোকে-লোকারণ্য। আর গ্রামের মোড়ে মোড়ে চায়ের দোকানে মানুষের সচেতনতা আরও কম। মাস্ক ছাড়াই ঘুরে বেড়াচ্ছেন তারা। সরাইল উপজেলা নির্বাহী অফিসার এ এস এম মোসা বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মানুষকে সচেতন হওয়ার জন্য বলা হচ্ছে।
অহেতুক বাড়ী থেকে বের না হওয়ারও পরামর্শ দেওয়া হচ্ছে। মাঝেমধ্যে ভ্রাম্যমান আদালতও পরিচালনা করা হচ্ছে। তবে সরকারি নির্দেশনাসহ স্বাস্থ্যবিধি না মানলে অবশ্যই আইনি ব্যবস্থা নেওয়া হবে। এ অবস্থার পরিবর্তন না হলে ঘনবসতি গ্রামগুলোকে লকডাউনের আয়ত্তে আনতে হবে বলে প্রতিনিধি'কে জানান এ কর্মকর্তা।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।