জবিতে ছাত্রলীগের বৃক্ষরোপণ কর্মসূচি
মুজিব শতবর্ষে ১ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয়ের নির্দেশনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রলীগের নেতৃবৃন্দরা বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছেন।
শনিবার (২৭ জুন) বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ইব্রাহীম ফরাজীর তত্ত্বাবধানে ক্যাম্পাসে বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ করেন ছাত্রলীগ নেতা কর্মীরা। এ-সময় বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন ছাত্রলীগ কর্মী, ইমরুল নিয়াজ, রিফাত সাইদ, রাইসুল ইসলাম সজিব, রবিউল ইসলাম রবি ও সাইদুল ইসলাম সাঈদ।
এবিষয়ে জবি ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ইব্রাহীম ফরাজী জানান, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা সরকারের নির্দেশনায় মুজিব বর্ষের বৃক্ষরোপণ কর্মসূচির প্রত্যয়ে বাংলাদেশ ছাত্রলীগের ৩ মাস ব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির সাথে একাত্মতা পোষণ করেই এই কর্মসূচি পালন করা হয়েছে। "মুজিব বর্ষের আহ্বান ৩ টি করে গাছ লাগান" স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ ছাত্রলীগ দেশের বিভিন্ন জায়গায় ধারাবাহিকভাবে বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত রেখেছে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।