মাদারীপুর সদর উপজেলার গাছবাড়িয়া এলাকায় শনিবার সকালে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় ২৫টি বাড়িতে ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে। সংঘর্ষে ৫ জন আহত হয়েছে। ঘটনাস্থল থেকে ৬ জনকে আটক করেছে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার গাছবাড়িয়া এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে ইউনুস চৌদিকার ও লালমিয়া মাতুব্বরের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জেরে সকালে ইউনুস মাতুব্বরের লোকজন লাল মিয়া মাতুব্বরের লোকজনের উপর অতর্কিত হামলা চালায়। এ সময় নারীসহ ৫জন আহত হয়।
এসময় ২৫টি ঘরবাড়িতে ভাংচুর ও লুটপাট করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। ঘটনাস্থল থেকে আটক করা হয় ৬ জনকে। এলাকায় অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।মাদারীপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুল ইসলাম মিঞা জানান, দীর্ঘদিনের পুরনো দ্বন্দ নিয়ে এই সংঘর্ষ হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। সংঘর্ষের ঘটনায় ৬ জনকে আটক করা হয়। শনিবার বিকেল পর্যন্ত কোন পক্ষ থানায় মামলা করতে আসেনি।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।