র‍্যাবের অভিযানে ১৯ হাজার ৭ শত পিস ইয়াবাসহ নারী-পুরুষ আটক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: মঙ্গলবার ২১শে জুলাই ২০২০ ১০:৩৮ পূর্বাহ্ন
র‍্যাবের অভিযানে ১৯ হাজার ৭ শত পিস ইয়াবাসহ নারী-পুরুষ আটক

সোমবার (২০ জুলাই) র‍্যাব-১৫ কক্সবাজারে পৃথক অভিযান চালিয়ে ১৯ হাজার ৭শত পিস ইয়াবাসহ এক নারী ও এক পুরুষ মাদক পাচারকারীকে আটক করেছে।টেকনাফ উপজেলার রঙ্গিখালী এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার পিস ইয়াবাসহ ১ জন রোহিঙ্গা মাদক ব্যবসায়ী ও রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের চেইন্দা এলাকা থেকে ৯ হাজার ৭ শত পিস ইয়াবাসহ উখিয়ার জালিয়া পালংয়ের রুপপতি গ্রামের রুবাইয়া নাজনীন নামের নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব-১৫ কক্সবাজার।

ধৃতদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু শেষে স্ব-স্ব থামায় সোপর্দের প্রক্রিয়া চলছে বলে র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক( মিডিয়া) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী নিশ্চিত করেন।