নরসিংদীর পলাশ উপজেলার জিনারদী ইউনিয়নের হতদরিদ্র ৫০০ পরিবারের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে জিনারদী ইউনিয়ন পরিষদের উদ্যোগে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জিনারদী ইউনিয়নের হতদরিদ্র ৫০০ পরিবারের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন সংসদ সদস্য ও পলাশ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ডা. আনোয়ারুল আশরাফ খান দিলিপ।
এসময় জিনারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রফেসর কামরুল ইসলাম গাজীর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কবির, উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার প্রমুখ।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।