বরিশালের হিজলা উপজেলা প্রশাসনের আয়োজনে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৫ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।দিবসটি উপলক্ষ্যে ১৫ আগস্ট শনিবার সকাল সাড়ে ৯ টায়, জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানাতে বঙ্গবন্ধু ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। এসময় জাতির পিতার প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান হিজলা উপজেলা প্রশাসন, হিজলা উপজেলা পরিষদ, হিজলা থানা,
সরকারি হিজলা কলেজ, সরকারি সংহতি মাধ্যমিক বিদ্যালয় এবং মুক্তিযোদ্ধা সংসদের সামনে শ্রদ্ধা জানান বীর মুক্তিযোদ্ধাগণ। এছাড়াও জাতির পিতার প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান হিজলা উপজেলা আওয়ামীলীগ, উপজেলা কৃষকলীগ, উপজেলা যুবলীগ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ ও উপজেলা ছাত্রলীগ। শ্রদ্ধা নিবেদন শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে হিজলা উপজেলা নির্বাহী অফিসার বকুল কুমার কবিরাজ এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ বেলায়েত হোসেন ঢালী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান মোঃ আলতাফ হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ নাজমা বেগম। এছাড়াও উপস্থিত ছিলেন হিজলা থানা অফিসার ইনচার্জ(ওসি) অসীম কুমার সিকদার, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, গণমাধ্যম কর্মি,
মুক্তিযোদ্ধাগণ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। আলোচনা সভার শেষে অনলাইনের মাধ্যমে শিক্ষার্থীদের অনুষ্ঠিত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়ার আয়োজন করা হয়েছে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।