টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরো ২ জন।শুক্রবার (২১ আগস্ট) দুপুরে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের টাঙ্গাইলের রাবনা বাইপাস এলাকায় দুর্ঘটনাটি ঘটে। তাৎক্ষণিক নিহতদের পরিচয় পাওয়া যায়নি। তবে তাদের বাড়ি টাঙ্গাইলের ভুঞাপুর উপজেলার ভদ্রশিমুল এলাকায় বলে জানিয়েছে পুলিশ।
ঘটনার সত্যতা স্বীকার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) নবীন জানান, মহাসড়কের রাবনা বাইপাস এলাকায় সিএনজি মহাসড়ক পার হওয়ার সময় বাসের সাথে সংঘর্ষ বাধে। পরে গুরুতর আহতাবস্থায় সিএনজির চালকসহ ৬ জনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় ৪ জনের মৃত্যু হয়। বাকি দুইজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। তবে নিহতরা একই পরিবারের বলে জানা গেছে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।