আধুনিক পুলিশিং স্বার্থক করতেই বিট পুলিশিং :বিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক
এম. কে. রানা - বার্তা প্রধান ইনিউজ৭১
প্রকাশিত: শুক্রবার ১৮ই সেপ্টেম্বর ২০২০ ০৫:৫৭ অপরাহ্ন
আধুনিক পুলিশিং স্বার্থক করতেই বিট পুলিশিং :বিএমপি কমিশনার

পৃথিবী আধুনিক হচ্ছে, আধুনিক পুলিশিং স্বার্থক করতেই বিট পুলিশিং। নির্ভেজাল ও কাঙ্খিত সেবা দানের মাধ্যমে জনগণের কাছাকাছি পৌঁছে যাওয়াই  বিট পুলিশিং। বৃহস্পতিবার বরিশাল পুলিশ লাইন্স ‘বিট পুলিশিং স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজিউর ২০২০’ শীর্ষক কর্মশালায় বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান (বিপিএম-বার)  প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

তিনি বলেন, যে জনগণের রাজকোষ থেকে আমরা আমাদের বেতন রেশন সহ সকল সুবিধা ভোগ করছি।সে জনগণের কর্মচারী হিসেবে জনগণের অতি আপন পুলিশ হয়ে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিয়ে মুজিব বর্ষের অঙ্গীকার, বঙ্গবন্ধুর স্বপ্নের পুলিশ বাস্তবায়নে এই বিট পুলিশিং আরও জোরদারে আন্তরিক হয়ে কাজ করতে হবে।নিজ নিজ বিট এলাকায় কে কি করে, এলাকায় অপরাধ দানাবাঁধার আগেই জনগণের সহায়তায় তা দ্রুততম সময়ে নিয়ন্ত্রণে আনতে হবে। 

বিএমপি কমিশনার আরো বলেন, কোন বিট অফিসারের বিরুদ্ধে সেবাদানে অবহেলার অভিযোগ পেলে বিন্দুমাত্র ছাড় দেয়া হবে না।বিট পুলিশিংকে অধিক গুরুত্ব দিয়ে জনগণের সম্পৃক্ততায় জনগণের দোরগোড়ায় সেবার মান বাড়িয়ে বাংলাদেশ পুলিশকে আরও সমৃদ্ধ করা সম্ভব বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। অতিরিক্ত পুলিশ কমিশনার  প্রলয় চিসিম বলেন, বিট পুলিশিং এর মাধ্যমে থানা এলাকায় ছোট ছোট ভাগে বিভক্ত হয়ে সেবা আরও গতিশীল করে জনগণের কাছাকাছি পৌঁছে যেতে হবে। 

বিট পুলিশিং সমন্বয়ক, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ক্রাইম অপারেশন এন্ড  প্রসিকিউশন) মোঃ আকরামুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর) আবু রায়হান মুহাম্মদ সালেহ্, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোঃ মোকতার হোসেন পিপিএম-সেবা , উপ-পুলিশ কমিশনার (নগর বিশেষ শাখা) মোঃ জাহাঙ্গীর মল্লিক, উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোঃ খায়রুল আলম, উপ-পুলিশ কমিশনার (নগর বিশেষ শাখা) মোঃ মনজুরুল করীম পিপিএম-বার, উপ-পুলিশ কমিশনার (সাপ্লাই এন্ড লজিস্টিকস) খাঁন মুহাম্মদ আবু নাসের, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর এন্ড পিএমটি) রুনা লায়লা সহ অন্যান্য শীর্ষ কর্মকর্তাবৃন্দ ও বিএমপি’র চার থানার অফিসার ইনচার্জ সহ অন্যান্য বিট অফিসারবৃন্দ।